শব্দচয়ন "
একটা নাম বলে ডাকো,
          তুমি যেমন বলে সাজাবে।
রংতুলির আচরে মনেরগহনে,
  আমায় খুজে পাবে শব্দচয়নে।
       তুমি দূর গায়ের ভিন পরদেশী,
তোমাকে তো জানার,চেনার কথাই না!
হঠাৎ একপলকে অনেক কথার আড়ালে,
তুমি আমায় সোনালীবন্ধনের হাত বাড়ালে।
    অনেক দূর হেটেছি শহরের অলি গলিবন্ধুরপথ,
      তুমি কে গো এত ভালবাসো!
আমাকে হারিয়ে দিয়েছ,  ভেঙ্গেছ  দৃপ্ত শপথ।
তোমার এলোমেলো ভাবনারাজি,
ফাল্গুনের সহস্রনয়নে সাজায় আজি।
সত্যি  তুমি অধরার রূপময় রাজ্যের রাজকন্যা,
আমার মনভুবনে  প্রেয়সী তুমি এনেছ খুশির বন্যা।
একটা শব্দে ভাললাগার শব্দগঙ্গায় আমাকে ডাকো!
তোমার  বাহুডোরে বেধে নাও প্রিয়া,
তুমিই  জানো না!   তুমিই    ---                                                     আমার সারাজনমেরই  হিয়া।