বতর"(The season)


ডালভাতের আশায় কিশোরীকন্যা মাঠে করে কাজ,
গাঁয়ের ওধারে মাতব্বরের প্রীতির প্রনয় বাড়ছে আজ।
ভুলায়ে ভুলায়ে তারে ঘরবাধার   স্বপ্নে করে বিভোর,
কিশোরীমন প্রেমেরটানে নিজেকে বিলিয়ে করে উজার।
মাতব্বর!  সে তো ঘর নাহি  বাধিব একজনের সাথে!
ঘাটেঘাটে ওরা প্রেমময় বহুজনের প্রেমিক সাজে।
কোন এক রাতের জোড়ে নীতিহীন প্রেমসুধাপানে,
জন্মেছিল আরেক দুখি  কন্যা পিতার আদর বিহনে।
দিন রাতের শেষে বছর পেড়িয়ে কন্যা হয় গো যুবতী!
ঐ মাতব্বর  সময়ের অন্ধ ক্ষণে   পিশাচের আদলে,
নিজেরই কন্যার পিছু ছুটেন বিভৎস রূপী প্রেমাড়ালে।
হঠাৎ যে ক্ষণে  নিজপ্রেয়সির মুখচ্ছবি দেখে সুধায়?
কে গো ওহে কন্যা কুমারী? বল বল আজি।
প্রেয়সি তখন নিজের  কন্যাকে  ডেকে বলে,
এসো এসো  কন্যাগৃহছেড়ে এসেছে তোমার বাবাজি!!
ধরার যত লজ্জা!     সভ্যতার আড়ালে অসভ্যতা!                                         পুরুষের নস্টামির  প্রকাশ তব এমনিহয়!
এমনই ঘটে "বতর বতর" যা রয়ে যায় অধরায়।