তুমি এসেছিলে পিতা""
             সোহেলী পারভীন
তুমি এসেছিলে পিতা তাই,
শিশুর মুখে ছিল হাসির বন্যা
মহাখুশি বাংলার রাজকন্যা।
ভাই, মহাশয়, দামাল, কৃষক কৃষানী চন্চল,
ছাত্র যুবক যুবতীর প্রানচিত্ত দৃপ্ত মনোবল।
বাংলাভাষায় মা' কে ডাকি রক্তকমল স্বরে,
নিজের অধিকার কেড়ে নিতে শিখিয়েছো সমস্বরে।
তুমি মোদের জাতির পিতা বিশ্বনেতা হলে চিরন্জীব,
সারাবিশ্ব গাইছে তোমার গুনমহীমা সেরাই তুমি মুজীব।
নিজের রক্তে ভিজিয়ে দিলে এ বাংলার মাটি,
আজও প্রকৃতির সকল অনুভবে তুমিই মুজীব খাঁটি।
স্বাধীনবাংলার স্হপতি বিশ্বজয়ী তুমি মোদের নেতা,
কাদেঁ বাঙ্গালী তোমার জন্য তুমি বাঙ্গালি জাতির পিতা।