উপঢৌকন!
       সোহেলী পারভীন
জীবনের এ পাঠশালায় পড়ছি মোরা দিনে রাতে
কেউবা হারে জিতে গিয়ে বড়াই করে সবার সাথে,
আসলে এক মিথ্যের বেসাতির নিত্যনতুন উপঢৌকনে!
প্রাচুর্যতার মহামোহে লিপ্তথাকি গগনসম আশারসনে।
কে আছে তোমার?এমন করে ভেবনা আর!
সময় ফুরালে আপন শক্তি হারালে তার,
দেখে নিও কেউ রবেনা আর পাশে তোমার।
কাছে আছে ভাবো মন, আসলে সে নয়  স্বজন,
এসেছি ক্ষণিক তরে,   সকল খেলা সাঙ্গকরে,
একটাই উপঢৌকন আমার সাথী হবে চিরতরে!
যেমন প্রকৃতি, প্রিয়জন আমার কেবলই রইবে পরে,
আমি অনন্তকালের  স্বাদ নেবো চলে যাবো বহুদূরে!