আফিম বুকের নিঃসীম চৌহদ্দিতে
----------------------------------------------
সোহেল মাহমুদ


ফেরারী বসন্ত যদি ফিরে আসে আবার !
আবার যদি নীল অপরাজিতায়,
সুশোভিত হয় নির্বাসিত হৃদয়ের উঠোন !
তবে এই আমি, নক্ষত্রখচিত প্রাসাদ ছুঁড়ে ফেলে,
অমরাবতীর দুর্ভেদ্য প্রাচীর ডিঙিয়ে আসবোই ছুটে,
সে'ই তোমার কাকন বেষ্টিত অনিন্দ্য কারাগারে !
এখনো হৃদয়ের তল্লাটে বেজে উঠে অহর্নিশ,
কোন এক অশরীরী পায়ের সম্মোহনী নুপুরের শব্দ !
আমার সেই সব দিন,
স্বপ্নের ক্যানভাসে আঁকা পুরনো বিকেল,
আকাশের নীলের মতন টিপ, যদি ফিরে পাই !
আবার যদি বসন্ত বিহগী ডেকে উঠে,
মাতাল কন্ঠে ঢেলে দেয় গালিবের শরাব,
তবে এই আমি,
হাজার বছরের নিদ্রা ভেঙে উঠবোই জেগে !
আবার যদি ফিরে পাই, দুর্বোধ্য সেই কালো তিল,
রক্ত জবার মত রাঙা সেই চঞ্চু যুগল,
যদি ফিরে পাই !
যদি ফিরে পাই, পুরনো আলিঙ্গনের বৃষ্টিস্নাত ভোর,
তবে এই আমি, আসবোই ফিরে,
হিমালয়ের সফেদ করোটি ডিঙিয়ে
আফিম বুকের নিঃসীম চৌহদ্দিতে আবার !
৩০/০৯/১৯