মুজিব আমার নিঃস্ব বুকে দুঃসাহসের ডানা

মুজিব আমার নিঃস্ব বুকে দুঃসাহসের ডানা
কবি
প্রকাশনী কথন প্রকাশন
সম্পাদক সোহেল মাহমুদ
প্রচ্ছদ শিল্পী ইমরান হোসাইন
স্বত্ব লেখক
সর্বশেষ প্রকাশ মার্চ ২০২০
বিক্রয় মূল্য ১৬০ টাকা

সংক্ষিপ্ত বর্ণনা

এই কাব্যগ্রন্থটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে লেখা। পাশাপাশি দেশাত্মবোধক কিছু কবিতাও রয়েছে। এই বইয়ের প্রত্যেকটি কবিতা মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করবে।

ভূমিকা

গ্রন্থটি নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, এই গ্রন্থটির শিরোনাম এবং প্রচ্ছদই আমার অস্ফুট কথাগুলো বলে দেয়। একজন কবি হিসেবে নিজেকে প্রতীয়মান করার জন্য এসব লিখিনি। শৈশব থেকেই যার আদর্শে উজ্জীবিত হয়ে এক ঝাঁক মুক্ত বিহঙ্গের মতো, আপন আকাশের নীল ডানা মেলে উড়ে বেড়িয়েছি। পৃথিবীর স্বপ্ন নিয়ে হাতের মুঠোয়, ছুটে চলেছি গাঁয়ের আলপথ ধরে। সেই আমার আজন্ম কিংবদন্তি জনক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতিশয় মহানুভব ও সংগ্রামী পিতার স্মৃতিচারণ করতে গিয়ে আমার এই কাব্যিক প্রয়াস। কবি হতে নয়, তাঁর অমর স্মৃতি কে ধারণ করতেই উদ্বুদ্ধ হয়েছি কিছু লিখতে। নব্বইয়ের দশক থেকে শুরু করে অদ্যাবধি, তাঁর আদর্শিক পথে অক্লান্ত হেঁটে হেঁটে, সাদাকালো বর্ণমালার সুখ-দুঃখের ইট-পাথরে নির্মাণ করতে চেয়েছি জাতির পিতার চিরন্তন পোর্ট্রেট। যদিও গ্রন্থটির অধিকাংশ কবিতাই অনন্ত আবেগের বহিঃপ্রকাশ; তবুও কিছু কবিতা স্বাভাবিক কারণেই ঐতিহাসিক তথ্যনির্ভর। আমার অজান্তে যদি অযাচিত কোন তথ্য বিভ্রাট হয়ে থাকে, তাহলে এই অধমের ভুলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন আশাকরি। বিনীত
সোহেল মাহমুদ।

উৎসর্গ

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনকের স্বপ্ন লালিত স্বাধীন বাংলার যে ফুলটি ফুটতে না ফুটতেই ঝরে যেতে হলো। সে আমার প্রাণাধিক প্রিয় ভাই
শেখ রাসেল কে

কবিতা

এখানে মুজিব আমার নিঃস্ব বুকে দুঃসাহসের ডানা বইয়ের ১টি কবিতা পাবেন।

শিরোনাম
মন্তব্য