বয়স্ক ডালে স্মৃতির পাতারা ভেসে ওঠে,
বিগত সময় ডিগবাজি খায় বুকের উঠোনে।
সেদিনের মত ভেজা পায়ে শ্রাবণ আসে,
টুপটাপ আলিঙ্গনে ভাসিয়ে দেয় অনুভূতির দেয়াল।
অচল কর্নিয়ায় বিবর্ণ চেতনার আকাশ,
বৃদ্ধ শিরদাঁড়ায় হিমালয়ের শীতলতা।
বর্তমানের চৌকাঠ ভেঙে, উদভ্রান্তের মতো
ছুটে যাই, স্মৃতির উলঙ্গ তিতাসে।
ভিক্ষুকের মতো চেয়ে নিই গালিবের চোখ,
আকাশ-মৃত্তিকায় অকস্মাৎ  জেগে উঠে মৃত ভাবাবেগ;
বুকের সড়কে আন্দোলিত নক্ষত্রের মিছিল।
পৃথিবীর মানচিত্র খুলে অবাক বিস্ময় দেখি,
রাত নেই, অমাবস্যা নেই,
দুর্বৃত্তের গোপন সংলাপ নেই।
শৈশবের উদোম বন্ধুদের মতো এক হয়ে গেছে পৃথিবী,
এক হয়ে গেছে তাবৎ আশরাফুল মাখলুকাত!