অশ্রুভেজা শীতের সকাল
নোনা শিশির পান করি।
নগ্ন দুপুর চিতার আগুন
তপ্ত রোদে স্নান করি।
লজ্জা ঢাকে সন্ধ্যা চাদর
রাতের কালো তিল গালে।
ঘুমের চোখে মা হাবিয়া
আগুন জলের বিল ঢালে।
পশ্চাতে যে চোখের শিশির
ফেলে আসা উদাস দিন,
নিগৃহীত পাণ্ডুলিপি
পুঞ্জিভূত ব্যথার ঋণ।
যাপন করা দিনের বাতাস
নিঃশ্বাসে গায় দ্রোহের গান।
ভষ্মীভূত বুকের ভেতর
বিষাদবহুল তিক্ত প্রাণ।
০১/১২/২০২২