সভ্যতা আজ কালো বেড়ালের চোখ,
করোটির খাটে ঘুম পাড়ে কী অসুখ?
বিক্ষত চোখে মৃত চিল উড়ে যায়;
নিষিদ্ধ শ্বাস, রক্তিম জ্যোৎস্নায়।
পুরনো আকাশ বেদনার মত নীল,
নির্ঘুম রাত সাকিলার কালো তিল।
এবং আমার যাপিত দিনের ঘাম,
জন্ম পাপের সঞ্চিত বদনাম।
এত এত চোখ, তবুও দেখেনা কেহ;
বুকের কবরে জীবনের মৃতদেহ!
২৫/০৯/২০২২