অন্ধ হলাম মানুষ খুঁজে খুঁজে,
মানুষ গুলো হারিয়ে গেলো কই ?
অমানুষের রক্ত ভরা দেহে,
তবুও ওদের মানুষ পরিচয় ।
অবয়ব আর কান্না হাসি যতো,
ঠিক অবিকল সেই মানুষের মতো ;
নেই শুধু সে মনুষ্যত্ব বোধ,
চিত্ত ভরা নীল পাশবিক ক্রোধ ।
যে সভ্যতার ছড়িয়ে আছে আলো,
সেই আলোতে যায়না দেখা কিছু ।
অরণ্যটা ছেড়েছে যে পশু,
মানুষ ভেবে ছুটছি তাদের পিছু ।