নীরবে নিভৃতে অামি চলে যাই হেসে
সর্পিল আঁকাবাঁকা যতো পথ দেখিয়া ।
অঙ্গার অবনীতে দহিয়া অবশেষে
যাতনার কথা যাই অন্তরে লেখিয়া ।
আমায় যে অবহেলি অশ্রু সরোবরে
ভেলা সম ভাসালো সীমারের সজ্জ্বায়;
মনুষ্য মানবেরে কী লোভ কীসের তরে
বিনাশীতে মজিলো দেখে মরি লজ্জ্বায় ।
এ মানুষ ভুলে যায় সে মহা নিদ্রায়,
চলে যাবে ছেড়ে এই মিছে মহাবিশ্ব ।
সুকৃতি সে অমর ,পশু যে মরে যায়;
সেথা সেই পারে সে যে মনুু মহানিঃস্ব ।
প্রণয়ের প্রথা ছেড়ে পাতকেই তুষ্টি,
সে নিরেট নরাধম পিশাচের গোষ্টি ।