তোমায় যতোটা বেসেছি ভালো
তুমি দিয়েছো ঘৃণা,
আমার অঢেল ভালোবাসায়
এ সব হলো কিনা ।


তোমায় যতোটা ডেকেছি কাছে
ততোটা গিয়েছো দূরে,
জানলেনা তুমি আগুনে তোমার
কতো সুখ পোড়ে পোড়ে ।


তোমায় যতোটা চেয়েছি ছূঁতে
সরিয়ে নিয়েছো হাত,
বেদনায় আমি পাথর হয়েছি
করিনি গো প্রতিবাদ ।


তোমায় যতোটা চেয়েছি জড়াতে
আমার শুন্য বুকে,
গড়ল দিয়েছো কোমল হাতে
মরে যাই সে সূখে ।


তোমায় যতোটা চেয়েছি জীবনে
জীবনের হলো শেষ,
বিষাদের শেষ উপঢৌকনে
কবরেই আছি বেশ ।