একদিন আমার পৃথিবীতে
বর্ষা হয়ে এসেছিলে তুমি ,
প্রণয় সলিলে ভিজিয়েছিলে
আমার সমস্ত অবয়ব ।
তোমার এলোচুলেরা মেঘ হয়েছিলো
আমার সারা গগন জুড়ে ।
সেই দিন সেই পৃথিবীতে
তুমি ছিলে,আর সাথে আমি ।
অবনীর অন্যেরা ঘুমিয়ে ছিলো
অনেক অনন্ত ঘুমে ।
আমার অধর মৃদু কাঁপুনিতে
স্পর্শ করেছিলো ,
তোমার প্রস্ফুটিত চুঁচি ।
তুমি চঞ্চলা হরিণীর মতো
লুকিয়ে ছিলে ,
আমার অচেনা অরণ্যের মাঝে ।
আাজও আমি সেদিনের কাঙ্খিত পূরুষ
আকাশের পানে চাই,মেঘ খুঁজি ।
মেঘেরা আপনার সূখে
ভেসে চলে অজানা গন্তব্যের দিকে ।
আমার সঞ্চিত স্বপ্ন গুলো
জলীয় বাস্পের মতো
আকাশের পানে চায় ,
অনিমেষ তৃষ্ণায় খুঁজে
মেঘ আর মেঘেদের বাস ।