আমার বুকে কাঁটা হতে আসে অনেকেই
যেমন করে এসেছিলে তুমি,
ক্ষত ছাড়া এ বুকে আর তেমন কিছু নেই
হৃদয় যেনো শুন্য মরুভূমি ।
চোখের জলে নদী হতে অশ্রু দিলে জানি
তাইতো আমার কান্না অবিরাম,
তবুও আছো সত্যি হয়ে তুমি'ই অভিমানী
তোমার জন্যে জীবন দিয়ে দিলাম ।