যখন কবিতার ছানা গুলো
আমার দরোজায় এসে কড়া নাড়ে,
তখন উহাদের ছবি আঁকি আমি
কুন্তলা কালো রঙ দিয়ে ।
যখন কবিতার ছানা গুলো
নিঃশব্দে আবির্ভূত হয়,
আমার অন্তরের অভ্যন্তরে,
তখন- এরা গান হয়ে বাজে
অামার হৃদয়ের গহীন গীটারে ।
যখন কবিতার ছানা গুলো
ভালোবেসে অর্ধাঙ্গীনির  মতো,
শরীরে জড়ায়, কথা বলে, আর
এই ভাবে রাত্রী ভোর হয়;
আমি হৃদয়ের রঙ তুলি দিয়ে
নিঃস্পাপ ছানাদের আঁকি ।
তাই এরা বার বার আসে,
আমার অনন্ত অন্তর বিবরে ।