তোমার স্বপ্বময় হাতে অপ্সরী
একবার ছূঁয়ে দাও হৃদপিন্ড আমার !
অমরাবতীর ধূসর জমিনের বুকে
ঘুমুতে দাও একবার !
স্বর্ণলতার মতো জড়িয়ে ধরো
সমস্ত পৃথিবী আমার !
প্রবল তৃষ্ণায় হও  
এক ফোঁটা ভোরের শিশির !
আমার চঞ্চুতে রাখো
অমলিন চুঁচি একবার !
নায়াগ্রা থেকে নেমে এসো তুমি,
নেমে এসো হিমালয় থেকে !
তুমি হও তিতাসের অমলিন জল !
তোমার ঐ চোখে নক্ষত্রের মতো,
একবার চাও !
আমাকে ছুঁয়ে ছুঁয়ে উপচিয়ে দাও
নিঃস্বঙ্গ মানব জীবন !