পৃথিবীর গন্তব্যহীন পথে একশো বছর,
হেঁটে হেঁটে ক্লান্ত হলাম !
তৃষ্ণায় ছটফট করে করে পরাজিত হলো,
অামার নিঃস্বঙ্গ আত্বা !
হাবিয়ার বুকে বসবাস করে এতদিন,
হলাম বেদনার আগ্নয়েগীরি !
তবুও প্রায়শ্চিত্ব হলোনা,
শেষ হলোনা জীবনের দন্ড !
অঝরা অশ্রুর ভারে চির নির্বাক,
নন্দ্যিত পৃথিবী আমার !
হৃদপিন্ডের করিডোরে অপেক্ষমাণ ঈস্রাফীল,
প্রলয়ের নীল বাঁশরিতে !
বঞ্চণা পেয়ে পেয়ে,
আজ আমি বঞ্চিত মহাপূরুষ ;
প্রহর গুনি মহানিদ্রার,
অনন্ত মহা প্রস্থানের !