আজও আমার একটি মাত্র সূখ
প্রথম যেদিন ছূঁয়েছিলাম তোমার রাঙা বুক !
আজও আমার মনে আগুন জ্বলে ,
তোমার অধর ছূঁয়ে ছিলাম বলে !
কিছুতেই যায়না ভুলা তা,
এক বিন্দু দিয়ে ছিলে যা !
কয়েক ফোঁটা ভালোবাসার জল,
আমার কাছে হাজার নদীর ঢল ।
সেই যে তোমার একটু খানি আগুনে,
ভাসছি আাজও একোন সোনার ফাগুনে ।
তোমার অধর চঞ্চু কোথায় হারালো ?
মনে আমার অযুত পিয়াস বাড়ালো !
সেই অধরটা হারিয়ে গেলো কই ?
খুঁজে খুঁজে ক্লান্ত বিশ্বময় !