যারা আমার পবিত্র পতাকা
চিবিয়ে খাচ্ছে চল্লিশ বছর !
যাদের নষ্ট নখরের দাগ
এখনো দৃশ্যমান বুকে ,
লম্ফে ঝম্পে নিদারুণ হুংকারে যাদের
মানচিত্র কাঁপে থরো থরো !
এখনো উগলে দেয় যারা নীল কালকূট
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ,
প্রচন্ড দাপটে ঘুরে বেড়ায় -টেকনাফ থেকে তেতুলিয়া,
বুড়ো আঙুলে হন্তারক দল
শুয়োরের পালের মতো-নোংরা করে পবিত্র স্বদেশ ,
যত্রতত্র জ্বলে উঠে প্রচন্ড তান্ডবে !
এখনো ছিনতাই করে মুন্ডু মনন,
বীরঙ্গণা বোনের সতীত্বের মতো,
খামছে ধরে পতাকা
শাকিলার আঁচলের মতো।
একাত্তরের স্মৃতি ভুলতে দেবেনা কিছুতেই !
বারবার ওরা অনুপ্রবেশ করে বুকে ,
খুবলায় হৃদপিন্ড-সমস্ত অবয়ব !
যেমন করে আজ অবধি
খুবলাচ্ছে বাংলার এপাড় ওপার ।
শহীদ ভাইয়ের কবরের ঘাসে,
এখনো শুনি ক্রন্দন !
অথচ হায়েনার দল ক্যামন পায়চারি করে,
শহীদের পবিত্র বুকে,অরক্ষিত কবরস্তানে !
আর আমরা মুক্তিযুদ্ধার দর্শক সন্তাণ,
এইসব অবলোকন করি,স্তম্ভিত হই !