আমার মায়ের পবিত্র সিঁদূর ,
শহীদ পিতার তরতাজা রক্তের খুন ,
যক্ষের ধনের মতো
জমিয়ে রেখেছি বাংলার পতাকায় !
এই পতাকা আমার
এক টুকরো থানের কাপড় শুধু নয়,
বিষাদ নীল মায়ের দুশো সত্তর দিন,
লড়াকু পিতার রক্তলাল জমিন,
তাদের সুখ দুঃখের আটলান্টিক ইতিহাস !
আজ এই বাংলায়
আমার মায়ের সম্ভ্রম নিয়ে,
সিঁথির পবিত্র সিঁদূর নিয়ে,
বাবার গচ্ছিত আমানত
বাংলার পতাকা নিয়ে ,
কারা করে টানাটানি ক্ষুধার্ত শকুণের মতো ?
ব্যাবচ্ছেদ করে নির্দ্বিধায় নেকড়ের মতো ?
কারা আমার পবিত্র ইতিহাস নিয়ে,
লদকালদকি করে অবলিলায় ?
আর কতো দিন কতো সহস্রাব্দ
এ খেলার দর্শক হয়ে রবো ?
হে পিতা !
হে আমার মানচিত্রের দূর্দা্ন্ত জনক !
আর কতোকাল ঘুমুবে ,আমাদের বিপর্যস্ত রেখে ?
এবার আবির্ভূত হও
তোমার বল্লমের মতো তর্জনি নিয়ে !
সাত'ই মার্চের মতো জ্বালিয়ে দাও আগুন !
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ।