অনিন্দীতার শাড়ীর মতো
নাম জানিনা একটা রঙিন ফুল ,
আবারও হই অভিভূত
অনিচ্ছাতেও করে ফেলি ভুল ।


কী অপলক চেয়ে থাকে
যেনো তাহার চোখের মতো চোখ,
নারঙ ঠোটের লেবনচুষে
এক নিমিষেই ভরিয়ে দেবে বুক !


কী নাম তাহার ?
কী নাম হতে পারে ?
কাহার নামের আফ্রোদিতি
আমায় ডাকে এততো বারে বারে ?


কিছুই তো নয়
একটি মাত্র ফুল !
নয় শাদা বুক
মেঘের মতো চুল ।


তবুও আমার- মনের গহীনটাতে
নাম না জানা ফুলের মতো মুখ,
কী জানি কী অনুভবে
কী এক সুখে-ভরে উঠে বুক !