অযুত বর্ষ অপেক্ষায় ছিলাম তোর
কখন আসবি এক কাপ চায়ে ,
আমার ফুল শয্যায় তুলতুলে পায়ে !


তোর তৃষ্ণায় প্রতিক্ষায় থেকে থেকে
নারঙ্গী অধরের স্বাধ ,
জীবন হয়েছে বরবাদ !


তবুও তোর প্রতিক্ষায় আজ অবধি
তোর'ই আলপনা আঁকি ,
তোর পথ চেয়ে থাকি ।


কিছুতেই পারিনা ভুলে যেতে
তোর সেই অপলক চোখ,
আহা ! কী দূর্দান্ত সূখ


অথচ কী অকারণে চলে গেলি তুই
অশ্রু দিয়ে মনে,
অনিরুদ্ধ অবগুন্ঠনে ।


তবুও তোর এক বিন্দু স্পর্শে
বেঁচে থাকতে চাই ,
ফিরে আয় ফিরে আয় !