ইচ্ছের বিপরীতে , নিঃশ্বাস নিতে নিতে,
বিষাদে পাথর হলো মন ।
চাইনি যা চাইনি,এক ফোঁটা চাইনি
ঘিরে আছে তাই সারাক্ষণ ।
একটা অধরে হায়, মরে যাই তৃষ্ণায়
সেই অধরে ছিলো ফুল ।
আজ আমি প্রতিদিন,অতি সৌরভ হীন
এই বুকে সঞ্চিত ভুল ।
ভুল লহরীতে ভেসে,জীবনের শেষে এসে
হয় নাই পাওয়া সৈকত ।
এখনো সে তৃষ্ণায়,অকারণ সাঁতরাই
যদিও ভুলে গেছি পথ ।
স্বর্গীয় বুক ছিলো,অজস্র সূখ ছিলো
সেই বুকে অন্যের বাস ।
অবাক দেখে আমি,অশ্রুর জলে নামি
মরে যায় সব অভিলাষ ।
যে চোখে চোখ ছিলো,অবিলীন সূখ ছিলো
সেই চোখ অন্যের চোখে ।
এইসব দেখে দেখে,কান্নার ছবি এঁকে
বিষাদের সিন্ধু এ বুকে ।
এ কোন অমরাবতী ,আমাকেই দিলো ক্ষতি
অথচ তার পথে চলে,
মনোরম এ বিশ্ব,আমি শুধু নিঃস্ব
বুকে আগুনের মতো জলে !