অথর্ব রসভের পদলেহনে এক জীবন
রসনা হয়ে গেছে ক্ষয়,
উহাদের ঘাত প্রতিঘাতে উদ্ভিদ হলো মন
মেনেছি শত পরাজয় ।
মানুষের নামে পরিচিত হতে আজ
এক বিন্দু হয়না সাধ,
ওদের মুটোই সকল অসন নিগৃহিত লাজ
আমি কেবল হয়েছি বরবাদ ।
অবনীর অভ্যন্তরে উহাদের রক্তাক্ত নখর
জ্বলে উঠে ভিসুভিয়াস,
আর আমার ওষ্টাগত প্রাণ অন্তিম প্রহর
অনিচ্ছায় হই কৃতদাস ।
হৃদপিন্ডে প্রবাহিত সমুদয় রক্তস্রোতে
কেবল জ্বলে উঠে ক্রোধ !
আজব কুম্ভীপাকে বুঝতে পারিনা কোনমতে
নুয়ে পড়ে সমুদয় বোধ ।
মনুষ্যত্যের নামে এইখানে জীব জানোয়ার
গড়েছে নান্দনিক জঙ্গল,
ওদের তান্ডবে দিশেহারা মানুষ বারবার
তেড়ে আসে শ্বাপদের দল ।
আর কতো পরাজিত হবো রসভের হাতে ?
নির্বাক হয়ে রবো ?
এভাবে চলবে অনিয়ম মানুষের সাথে
জ্বলে উঠবোনা তবুও ?