তোমার সে কালো এলোচুলে
আমি যে ধরণীরে ভুলে ,
সব চেয়ে হারালেম সব
থেমে গেলো যতো কলরব ।
আমার সে হরষের দিন
গ্রাসিয়া তুমি হলে রাণী,
সেদিনের প্রলয় দিবস
সে তোমার অভিলাষ জানি ।
ভুল করে যদি ভালোবেসে
আমার এই অন্তরে এসে ,
বাসা বেঁধেছিলে ক্ষণিকের
আমার সে পাওয়া ছিলো ঢের ।
আমি যে পৃথিবীর মতো
জড়ো করে ভালোবাসা যতো,
মরণের কন্ঠকনাশী
দেবী তব মন্দিরে আসি ।
তোমার সে ছলনার দান
মম হৃদে আজও অম্লান ,
আমাদের সেই বসবাসে
বেলা যায় ক্রন্দন চাষে ।