মনে হয় এখনো আমার'ই প্রতিক্ষায় বসে আছো তুমি,
সেদিনের রুপোলি জোছোনায় ।
সবাই ঘুমিয়ে আছে শুধুমাত্র তুমি,
আর আমার দলকলসের ফুল ।
অতন্দ্র তুমি আর আমি কতো রাত শেষে হয়ে গেছে !
সেই কথা -জানেনা বন টিয়া আর কোন কেউ ।
উনিশ বছর পার হয়ে গেছে ,
এখনো সেইসব দিন - সেইসব রাত
কী অাশ্চর্য্য হৃদয়ের ফ্রেমে বন্দি হয়ে আছে !
কতো রাত জারুলের মতো একপায়ে
মুখোমুখি আমরা দুজন- নির্বাক নিঃশ্বেষ হলো !
অথচ বলা হলো পৃথিবীর সমুদয় কথা !
সেই আমার রুপালি অতীত আজ্‌ও বর্তমান,
উনিশটা বছর- মনে হয় যেনো উনিশ সেকেন্ট ,
তার চেয়ে কম !
আজ খুব জানতে ইচ্ছে করে - কেমন আছো তুমি ?
এতোদিন পর সেই প্রিয় নামে যদি ডাকি ,
আসবে তো ?
আজ বড়ো বেশি জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি ?
নাই বা থাকলে হৃদয়ে আমার,
তবুও সেই সব স্মৃতি বুকে নিয়ে
এখনো মরে বেঁচে আছি !