এখন আমি ভাতের বদলে
আগুন চিবিয়ে খাই ,
জলের বদলে মল পান করি
অকারণ তৃষ্ণায় !


উদর আমার অন্ন চাহেনা
যে ক্ষুধা আগুনের ।
দু'চোখে আর নেই সে তৃষা
লাল নীল ফাগুনের ।


এখন আমি জীবনের চেয়ে
মৃত্যুকে বেশি চাই ,
কেনোনা এই মরণের মাঝে
অবিলীন সুখ পাই ।


যে বুকে আছে যন্ত্রণা শুধু
আগুনের চেয়ে ভারী,
সেই বুকে আজ রঙহীন জলে
তৃষ্ণা মিঠাতে পারি ?


তাইতো আমি ভাতের বদলে
আগুন চিবিয়ে খাই ,
জলের বদলে মল পান করি
অকারণ তৃষ্ণায় !