তোর ঠোঁটে ফুল ফোটে
তোর বুকে বিশ্ব ।
তুই ছাড়া আমি যে
একেবারে নিঃস্ব ।


তোর তরে মরে যাই
বেঁচে থাকা তুই রে ।
তুই ঘর- তুই বাড়ি
তোর বুকে শোই রে ।


চিবুকের তিলে তোর
ছুটে যাই মরতে ।
টলমলে তোর জলে
মরু বুক ভরতে ।


তোর সাথে বাসরে
কতো কিছু হবে রে ।
তুই ছাড়া নিঃস্ব
আমি এই ভবে রে ।


অপ্সরী ললনা
এই বুকে আয় রে ।
তুইটাকে আমি যে
খুব বেশি চাই রে ।