বেঁচে থাকা মৃত্যুর চেয়ে কষ্টকর,
এইটুকু বুঝেছি, এই আমি এতোদিন পর ।
এ জীবন যতোখানি সুখ,যতো স্বপ্নময়,
অবাক আশ্চর্য্য ততোখানি,ততো বিস্ময় ।
দেখেছি মানুষেরে -যতোবার মানুষের মত,
মানুষে মানুষ নেই,অমানুষ অতি অবিরত ।
বন্য এক প্রজাতি প্রগতির এ সভ্যতায় ,
প্রতিটি চিত্ত বিত্তের ভারে নূয়ে যায় ।
অশালিন শালিনে ভেদাভেদ নেই কোন আর,
এখানে এসেছে নেমে নন্দ্যিত এক অন্ধকার ।
জীবন যেনো আজ নারকীয় জীবন্ত লাশ,
বেঁঁচে থাকাটাই হলো চির মৃত্যু অবিনাশ ।
এর চেয়ে ঢের ভালো শাশ্বত মহানিদ্রায় ,
অভিলাষ শুধু এই - অমানিশা ছেড়ে চলে যাই ।
এইটুকু বুঝতে অবশিষ্ট নেই কিছু আর,
বেঁচে থাকা -মৃত্যুর চেয়ে বেদনার ।