বেদুইন এই বুক সাহারার জল,
না পাবার তৃষা এক প্রিয় অভিশাপ।
হৃদয়ের নদী আজো গভীর অতল,
ষোড়শির ভুল প্রেম প্রচলিত পাপ।
ললনার ঠোঁটে জমা চুমুর কসম,
ভুলে গেছি ছলনার সব প্রতিবাদ।
পোড়া চোখে বিষাদের আবে জম-জম,
প্রহসন করে ওই সুদূরের চাঁদ।
সময়ের ধান ক্ষেতে সোনার আগুন,
জীবনের আল-পথ বাঁকা অজগর।
উপহার অবহেলা; অগণিত খুন,
ভাঙা বুকে প্রণয়ের দারুণ কবর!
পৃথিবীর পথে হাঁটা পায়ের আঙুল,
জেনে গেছে সব মিছে, সব কিছু ভুল।
০৪/০১/২০২৩