এখনো আমি ক্লান্তিহীন ছুটে বেড়াই
প্রিয় জনকের স্বপ্ন রাঙানো পথে।
বুকের তাজা রক্তে আঁকি
স্বাধীন বাংলার অমর পোর্ট্রেট !
এখনো কান পেতে শুনি
৭ ই মার্চের বিস্ফোরিত কবিতা !
চোখের সামনে উত্তোলিত নির্ভীক তর্জনী !
ভাগ্যের নির্মম পরিহাসে যদিও তুমি নেই
হে পিতা !
হে স্বাধীনবাংলার অবিস্মরনীয় জনক !
তোমার অসমাপ্ত স্বপ্ন নিয়ে হাতের মুঠোয়,
সামুদ্রিক প্রত্যয় বুকের পাঁজরে বেঁধে,
বিশ্ব মানচিত্রে-
মাথা উঁচু করে দাঁড়িয়েছে তোমার সন্তান,
তিরিশ লক্ষ শহীদের রক্তে রাঙানো
স্বাধীন বাংলার পবিত্র মৃত্তিকা !
তোমার লালিত স্বপ্নে বিভোর
আমাদের মমতাময়ী মা,
তোমার দুঃসাহসি কন্যা-শেখ হাসিনা !
এখন যেদিকে তাকাই
প্রবল উন্নয়নের স্রোত !
স্বাধীন বাংলার মানচিত্র জুড়ে
নক্ষত্রের মতো ঝলমলে মুজিব !
তাঁর সুমহান আদর্শে উজ্জীবিত
ষোলো কোটি বাঙালি !
বুকের বাতাসে দোল খায়
লাল সবুজের প্রিয় পতাকা,
আর এই আমাদের জীবনের চেয়ে প্রিয়
স্বাধীন স্বদেশভূমি !
২৯/০৯/২০