সুনীলের নীরা এখনো আসে শূন্য হৃদয়ে আমার,
কখনো দেখিনি বাঁধ সেধেছে বিভেদের কাঁটাতার !
বর্ণমালার সীমান্ত নেই ডানা মেলে উড়ে পাখি,
সব ভেদাভেদ পিছনে ফেলে বুকে আগলে রাখি !
মানুষেরা আজ বন্দি যদিও বেবাক রাষ্ট্র কারায়,
শব্দেরা তবুও অদম্য ছুটে সাম্যের স্রোতধারায়।
হৃদয় বীণায় যে সুর বাজে ভালোবাসা তার নাম,
তাইতো আবার কবিতার বুকে ফিরে চলে এলাম।
যেখানে বারুদ ঝংকার তুলে বিভীষিকাময় ধরা,
সেখানে আমার প্রিয় কবিতা মোহনীয় অপ্সরা !
মানচিত্রের সীমানা প্রাচীরে বিভাজিত মানুষেরা,
কলুষিত মনে স্বর্গ দুয়ারে যায় না কখনো ফেরা।
মানুষের তরে এই বসুমতী কেন এই কারাগার ?
কোন প্রয়োজনে ইটের দেয়াল তিক্ত বিষোদগার ?
নয় পাসপোর্ট কাগজের ভিসা মানুষের পৃথিবীতে,
সকল প্রাচীর ভেঙে ফেলে মাতি প্রণয়ের সঙ্গীতে !
পৃথিবীর বুকে কবিতা হোক অলিখিত সংবিধান,
সাদা আর কালো ভেদাভেদহীন চির সাম্যের গান !
দেশ পরিচয়ে পরিচিত নয় মানুষের নামে বাঁচি,
অশরীরী হাতে হাতকড়া পরে লজ্জায় বেঁচে আছি !
আহত পাখির অবশ ডানায় হয়না আকাশে উড়া,
ইপ্সিত সেই স্বপ্ন আগুনে ভেতর ও বাহির পোড়া !
২৮/১০/১৯