করেছো ক্লান্ত, হয়েছি শান্ত,
কষ্টের শ্রেষ্ঠ, মনকে করেছি প্রশান্ত।
দুর্বার প্রতিষ্ট, এটাই কি শ্রেষ্ঠ?
এপার থেকে ওপার, ঘুরি বার বার।
বলেছিলাম শেষ, মান টুক-ই কিšুÍ বেশ,
মাঝ পথের প্রান্তে উড়িয়ে দিলেই শেষ।
বিবৃতি টা তো ব্যাখ্যা, বোঝ নি কিন্তু শেষ টা,
আমি মাতাল হাওয়ায় উড়ি, ভাবতে থাকি শুধু দিনের শেষ টা।
উড়ন্ত হাওয়ায় উড়বো ক দিন? মাতালের মতন মনটা।
প্রান্তে প্রান্তে ঘুরে কাটাই জীবনের সম মূল্য দিনটা।
এটা আকুতি নয় মিনতি নয়, তার থেকেও বড় কিছু।ু
ভাবতে ভাবতে মনকে পাথর করি, তব ছাড়ি না তোমার পিছু।
যাতাকলের নিচে ফেলে পাইছো কি অমুল্য কিছু?
সম্মান টুকু কেড়ে নিয়ে, করেছো অনেক নিচু