বাবা
......মোঃ শহীদুল ইসলাম


কি করে ভুলিব তোরে,
তুই যে আছিস আমার রক্তের মাঝে।
দেহ টি গঠন তোর রক্তের কোরে,
রাখি যেন মান দুনিয়ার মাঝে।


সকাল দুপুর রাত্রের খাদ্য দরকার হলে।
পাগল পারায় খোঁজে বাবা আমার যোগান কালে।
ছোট বেলার সেই কষ্ট আজ ও মনে পরে,
খেয়েছি আমি তা ও খাওয়ায় শুধু বাবা ই কষ্ট করে।


ভোর হলে ছুট তো বাবা ফিরতো দিনের শেষে,
মূল্য যোগাত আমার পূর্ণ চাহিদার জন্য।
দিন রাত কত কষ্ট করত বাবা,
বেলায় বেলায় ঘুরতাম শুধু বুজতাম না একটুর ও জন্য।


ধরার বুকে এখন আমি বড় হয়েছি,
মনের মত চাহিদায় ভাল চাকরি করি।
সর্বত্র বিলাস বহুল রঙ্গীন জীবন আমার,
দামি বাড়ি আর এসি গাড়ি ব্যবহার করি।


সুখের রাজ্যের বাসিন্দা করেছে,
বাবা সর্বোচ্চ চেষ্টা করেছে।
তাইতো আল্লাহ সফল করেছে,
সুখের রাজ্যের কষ্টে আছি বাবা নাই কাছে।


কেন যেন বুক ফেটে যায়,
পরলে মনে বাবার কথা।
আমায় কি আল্লাহ সুযোগ দিবা না,
বাবার কোলে রাখতে মাথা।


যে ভাবে আমাকে বড় করেছে,
শত কষ্টকে বুকে রেখে ও।
বাবাকে রাখবো মাথায় তুলে
আল্লাহ আমায় সুযোগ দিও।


আল্লাহ আমায় কবুল কর,
বাবাকে তুমি ক্ষমা কর।
আমাকে যে ভাবে মানুষ করেছ
তুমি ও বাবাকে সে ভাবে রাখ।