বাগান মাঠ
মোঃ শহীদুল ইসলাম


আঁকাবাঁকা ছোট গ্রাম দূর্লভ বাগান মাঠ।
কোথায় যেন না পাই আমি সবুজ শ্যামলের মাঠ।
মুগ্ধ আমি এই গ্রাম টি সবুজ শ্যামলের মাঠ।
জীবন আমার ধন্য হল জন্মে বাগান মাঠ।


আধার শেষে প্রভাত হলে, দেখি জন্ম ভূমি।
বলার কোন ভাষা নেই, এটা আমার বাগান মাঠের ভূমি।
বাগান মাঠের দুই পাশে আছে বিশাল  মাঠ।
এই ভূমিতে ফসল ফলানোর  এক মাত্র ঘাট।


তাই সর্ব লোকে কৃষি ফলায় আর নতুন গান গায়।
বাগান মাঠের মত ভূমি আর কোথায় নাহি পায়।
প্রতি বছরের দুই ফসলে প্রচুর ফলন পায়।
কৃষি কাজ আর মৎস চাষ অনেক ভাল পায়।


ছয়টি ঋতুর প্রবল খেলায় মুগ্ধ বাগান মাঠ।
আনন্দে নেচে বেড়ায় মৎসর চাষ আর কৃষি ফলনের মাঠ।
রাস্তার পাশে বসত বাড়ি আর দুই পাশে দুই মাঠ।
সবুজ শ্যামল হয়েছে বলে নাম টি বাগান মাঠ।


এই গ্রামের আছে চারটি শিক্ষা কেন্দ্রের ঘাট।
প্রভাত হলে গুঞ্জন শুনি বিদ্যালয়ের পাঠ।
মাদ্রাসা আছে বলে বুঝি আল্লার দান।
এই বাগান মাঠ কে সুন্দর করেছেন অবশ্যই আল্লার দান।


মুগ্ধ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মুগ্ধ বাগান মাঠ।
এই গ্রাম টি সবেচয় সেরা তাই নাম টি বাগান মাঠ।