বসন্তের অপেক্ষা
....................মোঃ শহীদুল ইসলাম


আশায় মানুষ বাঁচে,
বসন্তে ফোটে ফুল।
কেন হারিয়ে যাও,
কোনটা ছিল আমার ভুল?


স্বপ্নের মাঝে তাড়া করে,
অতীত জীবনের সৃতি।
তোমাকে পেলে ধন্য হব,
ও গো আমার প্রিতি।


স্বপ্ন গুচ্ছ সাজানো স্বপ্ন,
স্বপ্ন বুনি তোমার জন্য।
আশাতে নয় বাস্তবে যেন হয়,
তা না হলে পরকালের জন্য।


ও গো দয়াময় করি অনুনয়,
প্রিয়া কে ফিরিয়ে দাও কোন এক বিনিময়।
তীর্থ জীবনে শূন্যতায় মন,
প্রিয়া কে ফিরে পাওয়া ভিশন প্রয়োজন।


বসন্তে ফোটে ফুল,
বসন্তে ঝড়ে পাতা।
শূন্য হৃদয়ে আমার হাহাকার করে,
বসন্তে আসলে যেন তোমাকে বেশি মনে পড়ে।


গাছ গাছালির নতুন স্বপ্ন,
গড়ে নতুন করে।
বসন্তের সাথে তাল মিলিয়ে,
ভাবছি তোমায় নতুন করে।


আবার যদি বসন্ত আসে,
তুমি কি আসবে ফিরে?