ফিরে পাবার অনুশোচনা
............................মোঃ শহীদুল ইসলাম


কেন যেন মন কাদে,
শুধু তোমার জন্য।
তবে কি ভাবছো আমায়,
শুধু তোমার জন্য?


মন কাদে তোমার আশায়,
শুধু তোমার জন্য।
সত্যি কি ভাবছো তুমি,
ফিরে আসার জন্য?


জানি অনেক ভাবতে হয়,
নিজের ধরার জন্য।
অনেকে চায় তা-ও না পায়,
লোক সমাজের জন্য।


সর্ব লোকের মুখের ভাষা,
ভাবো সময়ের জন্য।
হতে পারে তোমার জীবন,
সবার চেয়ে ধন্য।


সময় বলে সময়ের কথা,
সময় কার জন্য।
মন যদি মন না পায়,
স্বপ্ন কিসের জন্য?


সময় থাকতে ফিরে এসো,
তবেই সময় ধন্য।
সর্ব সময় থাকবো আমি,
তোমায় পাবার জন্য