মনুষ্যত্বের বিচার
মোঃ শহীদুল ইসলাম


ছিঃ আমি এত নির্লজ্জ, কি করে এমন করতে  পারি!
ক্ষমতার লোভে, মানুষকে এত অপমান করতে পারি!
এক মুঠো ভাতের জন্য যারা এত কায়িক পরিশ্রম করে,
তাদের পেটে লাথি মেরে সব বের করতে পারি!


ছিঃ আমি এত নির্লজ্জ, কি করে এমন করতে পারি!
নিজ প্রয়োজনে গোত্র কে ও আমি জলে ডুবতে পারি!
দিন রাতে পরিশ্রম করে, তাদের সাথে ও আমি এমন করতে পারি!
শান্তশিষ্ট মানুষগুলো কে একটু শান্তি তে ঘুমিয়ে থাকা দেখতে না পারি!


অকারনে তাও আমি কত না তাদের হয়রানি করি!
সুযোগ পেলেই সহজ সরল মানুষ দের প্রলোভন দেখিয়ে,
সময়ের প্রয়োজনে আমার নিজ স্বার্থে ব্যবহার করি!


!!! এত নিষ্ঠুরতা কারন আমি নিজের মুখে বলি !!!


শক্তির জোয়ারের অনুকুলে আমি সর্বদা চলি,
নিজ স্বার্থের লোভে আমি সবাইকে তুচ্ছ করতে পারি।
নিজে বাঁচলে ই তো বাপের নাম এটাই মনে রাখি।
এই জন্য ই আমি এত নির্লজ্জ হতে পারি।


কি হবে এত লোকজনের সুখ/দুঃখ দেখে?
আমি তো থাকতে পারি অনন্ত সুখের পাহাড়ে।
আমার থেকে অন্য লোকে কি সুখে থাকতে পাড়ে?
লোকে যা বলে বলুক আমি তো থাকি সুখের রাজ্যের।


সত্য বিচারের জন্য ইসলাম আছে জানি।
তবে আমি যদি সে গুলো না মানি।
মরার পড়ে দেখবো আমার অবসান খানি,
এখন তো আমি অনেক সুখে থাকতে পারি।