স্বাধীনতার সম্মান
..........................মোঃ শহীদুল ইসলাম


জীবন যুদ্ধে প্রতিনিয়ত
হচ্ছি হতাহত আমি।
রক্ত দিয়ে দেশ গড়েছি,
আমার  প্রিয় জন্ম ভূমি।


স্বপ্নতে নয় বাস্তবে যেন পাই
আমার দেশের স্বাধীনতা।
সেই ভূমি হল আমার মাতৃভূমির,
আর লাল সবুজের পতাকা।


আমি বাঙ্গালী আমি সৈনিক,
আমি ই দেশের প্রতিক।
ক্ষুব্ধ কেন পিচাশের দল,
এই নয় বাঙ্গালীর প্রতীক।


মনের মতন দেশটি আমরা
রাখবো টিকিয়ে মান।
ভোর হলে যেন না দেখি ঐ সব,
বাঙ্গালীর জাতির বেইমান।


৫২ এর ভাষা আন্দোলন দিয়ে,
শুরু বাঙ্গলার ডাক।
শত জীবনে ৭১ এর রক্তিম যুদ্ধে,
অর্জিত করেছি বাংলা পাক।


প্রতি নিয়তই ভোরের শেষে,
সূর্য উঠে রক্তের ন্যায় লাল।
বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখবো,
বেচে থাকলে চির কাল।


স্বাধ্য আছে কি বাঁচা আমার,
এই দুনিয়া চিরকাল ?
আমি ধন্য হব ছোট বড়,
সবাই যদি রাখে বাংলার মান।


দুঃখ আমার একটাই,
বাংলায় পিচাশের উৎপাত।
বাংলায় কেন পিচাশ থাকবে,
দুর করতে হবে নির্ঘাত।