অপমান
..........মোঃ শহীদুল ইসলাম


তোরে রাইখা ছিলাম এই মনের ভিতর
খুব যতন কইরা,
কেন তুই চলে গেলি,
এমন করে ভুইলা?


দীর্ঘ দিন ভালবাসলাম,
স্বপ্নের মাঝে রাইখা,
কেন তুই ভাঙ্গলি স্বপন,
শেষ স্বপনতে আইসা?


দিনে-রাতে স্বপ্নের মাঝে,
চাইলাম আপন কইরা
একদিন ও তো ভাবলিনা,
তোর মতন কইরা!


স্বার্থের টানে নিজেই ঘুরলী,
নিজের মতন কইরা,
দূর এলাকায় পইরা রইলাম,
অপহেলা পাইয়া।


ধরনীর কাছে চাইলাম আমি,
তোমার কথা ভাইবা,
ধরনিকে আধারে দিলা,
নিজেই আলো পাইয়া।


ধরনিকে কেন করলা,
এত-বেশি অবহেলা?
আসেনা যেন এমন ব্যাথা,
তোমার ও বেলা।