সেই জায়গায়
................মোঃ শহীদুল ইসলাম


সবুজ শ্যামল প্রকৃতির মাঝে,
আমরা সবাই বসতাম।
বন্ধুদের মাঝে কত আড্ডা
আর গল্প গুজব করতাম।


এমন মধুর সময় যেন শেষ নাহি হয়,
সর্ব সময় শুধু এটাই ভাবতাম।
পড়াশুনা আর কাজের শেষে,
সেইখানে আবার ফিরে যেতাম।


রস রঙ্গ আর অন্তর ব্যঙ্গ,
সেইখানে প্রকাশ করতাম।
কখনো কারো আসতে দেরি হলে,
কত ডাকা ডাকি বকাঝকা করতাম।


অবশেষে ডাক শুনে সবাইকে ফাঁকি দিয়ে,
শত কষ্টে এক সাথে হতাম।
বন্ধুত্বের বাঁধন হবে না ত্রাস,
এটাই মনে রাখতাম।


সময় শেষে প্রকৃতির সড়ায়.
আজ আমরা কোথায় গেলাম।
আজও ভাবি সেই দিন গুলো,
যদি আবার ফিরে পেতাম!


সময় তো আর সময় দেয় না,
এটাই বুঝতে পারলাম।
সময়ের স্রোতে সবই যাবে ভেসে,
শেষ সময়ে এখন তব বুজলাম।


সবার কাজে সবাই ব্যস্ত,
সবাই অনেক দূরে থাকে।
এখন যতই ডাকি আমি,
ফিরে নাহি আসে।


বছর শেষে দুই একবার,
গ্রামে ফিরে নাহি আসে।
সৃতি ময় জায়গায় কথা মনে হলে,
আবার দেখতে আসে।


ছোট বেলা টা কেমন যেন?
মায়া রেখে গেছে।
বড় হয়ে সবাই অনেক,
দূরে চলে গেছে।


সময় টা এমন ই হয়,
সবার কাছে এসে।
সময় নিজেকে সৃতি করে,
কষ্ট দেয় অবশেষে।