তুমি বুঝলে না
..................মোঃ শহীদুল ইসলাম


তুমি তো বুঝলে না--
আকাশ ভরা স্বপ্ন নিয়ে,
সাধের ভুবন কে ছিন্ন করে ,
তোমায় অনেক বেশি ভালবাসলাম।


-----তুমি তো বুঝলে না--


এপার হতে  তেপান্তরে জাব,
চন্দ্র হতে জ্যোৎস্না এনে দিব,
রক্ত বিন্দুর শেষ ঘাম হতে
তোমার লক্ষ কে এনে দিব।


---তবু ও তুমি তো বুঝলে না--


মহি মার ধরার মাঝে যত সুখ আছে,
সব তোমার কদমে লুটিয়ে দিব,
অধ্যাত্ম স্পৃহায় যেথা তুমি যেতে চাও,
আমি তো তোমায় নিয়ে ই জাব।


--তবু ও তুমি তো বুঝলে না--


সব কিছু ছেড়ে ভুলে গেলে,
ফেলে আমাকে শূন্য গোলে,
জানি তিল তিল করে সব পরবে মনে,
আমাকে কষ্ট দেওয়ার কি ছিল মানে।


তখন যতই চাইবে আমায়,
অনুতপ্তের কান্নায় বুকটা ভাসায়,
চলে তো জাব শেষ ঠিকানায়,
তবু ও তুমি তো বুঝলে না আমায়।