ভালবাসার বিচার
মোঃ শহীদুল ইসলাম


আমার নতুন ঘরে সারা জীবন,
শূন্য হৃদয়ের কল্পনার ভুবন।
তবে শিখেছি অনেক মানব প্রেম,
যেমন তিরের আদর ছোঁয়া প্রেম।।


যে তীর আদরে সোহাগে সারাটা জীবন,
রক্তাক্ত করে হৃদয় মানুষের  জীবন।
আমি সঙ্গী করেছি আপন ভেবে,
যতই রক্ত ঝরায় তুই খুশি হবে।।


বেদনা ভরা বিষদন্ত হৃদয় আমার,
ক্ষত বিখ্যাত রক্তাক্ত হৃদয়ের ভুবন।
জীবন সাজাই রঙ্গিন প্লাবিত রক্তে,
ঢেউয়ে ঢেউয়ে সারা টা জীবন।।


কেন প্লাবিত নৌকার বইঠা দিলি,
আমি তো আর বাইতে পারলাম না।
আমাকে এক করে তোর তরে তুমি গেলি,
আমাকে তোর ভাবনার মতন ভাবলে না??


সুন্দর পৃথিবীতে জীবন্ত দেহে আমার মৃত মন,
মনকে কেন যেন বলে বসত করে নীড় বিভাজন।
তুই উত্ত্যক্ত তাই আমি তোমাকে করেছি মুক্ত,
সুধু আমার ভালবাসা কে দিয়ে বিসর্জন।।


তুই ভুলে গেছো আমায় ক্ষুব্ধ আমার মন,
তবে তুই সুখে আছ বুঝেছে আমার মন।
সেইটা তো কাম্য তোর সহস্র ধন,
লালসার তোর ধরার বুকে অনেক কিছুর ই প্রয়োজন।।


আমি শূন্য মনে শূন্য হাতে,
জেতে চাই বিধাতার কাছে।
দোয়া করি তুই থাকিস মহা সুখে,
প্রাচুর্য ধন আর অট্টালিকার কাছে।।


নিয়তির এই বিষন খেলা মন নাহি বোঝে,
উনি যাহা করবে তাই আমাদের মেনে নিতে হবে
শান্ত এই পৃথিবীতে, তোর জন্য কেন অশান্ত আমি ?
সব কিছুর ই তো হিসেব নিবেন বিচার দিনের স্বামী।।।।