সেই  তোমাকেই চাই রাত দিন ভোর
করি মনে প্রতিটি প্রহর,
কত ভালোবাসা ,তোমাকে নিয়ে
বুঝাতে পারবো না ,কোন কিছু দিয়ে।
চাদের আলো লাগে ভালো তোমার কথা ভেবে
নকশি কাথা জরিয়ে দেব ,যখন বধু হবে।
কদম ফুলের পাপড়ি, ছড়িয়ে দেব তোমার চুলে
দুহাত তোমার ভরিয়ে  দেব, বিলের শাপলা তুলে।
গোধূলি লগ্নে  বসবো দুজন ,ছোট্ট নদী তীরে,
রবির রক্তিম পরবে লাভা  নদীর তরঙ্গ ঘিরে।
তোমার আমার হবে মিলন ,পূণিমার রাত্রি বেলায়
সে  আশাতে মোর সময় কাটে ,শুধু তোমাকে চাই।