মনে করতে চাই না সেই অতীত,
যেখানে ভেঙেছি আমি, গড়েছি বিষন্ন ছাঁচে,
প্রাণহীন পুতুল। নির্জীব দেহে দাঁড়িয়ে কাঁদি
শুকনো পাতার নিচে।
জানিনা কি হয়েছিল ভুল।
অশ্রুহীন দৃষ্টি শুকিয়ে যাচ্ছে ধীরে,
খুঁজে পাইনা একটু সুখ, সেই অতীতের ভিরে।
কোথায় হারিয়ে গেল সেই সূর্যয়াশি?
কল্পনার ঘোরে তা ভেবে, খানিকটা হাসি।
হয়ত ছল-ছল জল ধরে চোখের কিনারে,
তবুও পড়েনা অশ্রু নিরবে নির্ঝরে।
চলেতেছি ঠিক গেয়ে ক্লান্তিহীন গীত,
মনে করতে চাইনা সেই অসম্পূর্ণ অতীত।।