নিরবচ্ছিন্ন আকাশে ভারী মেঘের উত্‍পাত
কাঁপিয়া বিজলীর ঝলক ঝাঁপিয়া উঠে চাঁদ।


               এখানে বাতাশ হু হু
               নিরালায় বসি বহু
                       চিত্র আঁকি অকপটে
               যাহা চায় মনে
               তাহাই ক্ষনে ক্ষনে
                       কাব্য পাতার তটে।


               এই সন্ধ্যের কথা
               লিখে যাচ্ছি অযথা
                       জানিনে কি হবে
               তবুও কাব্যের সাথে
               কাব্যের কাব্যিক প্রাতে
                       হয়তো রয়ে যাবে।


        একটি নাম____
        এই সন্ধ্যায় যাহা বইছে অবিরাম।।