সেদিন সেই রাতে___


আকাশ কেঁদেছিল বাতাশ কেঁদেছিল
        কেঁদেছিল ধরা অনর্গল-
বাঙালী কেঁদেছিল বাংলা কেঁদেছিল
        কাঁদেনি সেই হায়নার দল।


ভোরের পাখি ডানা ঝাপটে
        করেছিল বিলাপ উড়ে-
সূর্যও সেদিন কেঁদেছিল হায়!
        গিয়েছিল মুখ থুবরে পড়ে।


ভোরের প্রকৃতি স্তব্ধ হয়ে
        কান্নায় বলেছিল ভাই-
যদি রাত পোহালে শোনা যেত
        বঙ্গবন্ধু মরে নাই।।