আমি যদি পাখি হতাম-
উড়ে বেড়াতাম ঐ কাঁঠাল ছায়ায়,
ভেসে আসতাম মৃদুলের মত,
বাংলার স্নিগ্ধ হাওয়ায়।
চড়ে বেড়াতাম ঘাস ফড়িং-এর সাথে,
একই পথে-
ডিঙি নৌকার চূড়ায় বসে ভাসতাম,
যমুনার স্রোতে।
পাকা ধানের ডগা ঘেঁষে শুকতাম,
মাটির গন্ধ-
ঘুঁঙুর পায়ে কাঁদার গায়ে লিখতাম,
শ্যামল বাংলার ছন্দ।
হিজল-তমালের ডালে বসে তাকাতাম,
ঐ আকাশ পানে-
ভরে দিতাম শ্যামলিমায় মুক্ত বাংলা,
আমার কন্ঠের গানে।।
===================
গ্রন্থঃ শ্যামল বাংলা
রচনাকালঃ ২ জুন, ২০১৩।
===================