ফিরে এলাম আবার
অনেক দিন পর, অনেক মাস পর
অনেক সময় তো গিয়েছে চলে
পুরনো বহ্নির দাবানলে।
এ বসত ছেড়ে আমি কোন অজানার বাঁকে,
থেমে ছিলাম হায়! অচিন বৈশাখে?


এইতো এখন, চেয়ে দেখ সবে
পুনর্বার এসেছি দেখ
খেয়াঘাটে মোর তরী ভাসায়ে আমি,
এ পথ চলবে অবিরাম,
এ পথিক হাঁটবে অবিশ্রান্ত রবে-
যতদিন না যাবে কভু, নিজ গন্তব্যে থামি।।