জীবনের সাপ লুডুতে যতবার আকাঙ্ক্ষার গুটি চেলেছি-  
আশার মই বেয়ে উঠেছি স্বপ্নের চুড়ায়,  
ভাগ্যের ছক্কা দান ততবার সাপের ফণায় সঁপেছে জীবন,  
অনাকাঙ্ক্ষিত ব্যথার উর্বর জমি চোষেও আমি চেয়েছি ফলাতে
নোনা জলের পোড়ো স্যাঁতসেঁতে ভূমিতে ভালোবাসার গন্ধরাজ  
এক আকাশ তপ্ত রোদ্দুর,এক চিলতে বুকে জন্মেনি কখনোই তৃপ্তির ফসল,
অবশেষে অক্সিজেন ভুলে হৃদপিণ্ডে ঠাই করে নিয়েছে  অভিমানের কর্পূর গন্ধক  
আর এভাবেই চোখের উঠোনে নিখোঁজ হয়েছে ঘুম ।  
ভাগ্যের স্লেটে বিধাতা বড় যত্ন করে লিখেছে আমার মরাকান্নার উপন্যাস
সর্বস্ব হারিয়েও মৃত হইনি, হয়েছি মরুভূমি,চোখের নীল জল হয়েছে পাথর
যন্ত্রণার ছোবলে নিয়ত গুনে যাই অতৃপ্তির উষ্ণ একশ শতক রাত প্রতিদিন
দেহের দেয়ালে বয়সের শীঘ্রপতন,আশার বানী আজ শুধুই মিথ্যে জালে-  
ঐক্যবদ্ধতার প্রাচীন বর্ণমালা।
সহস্র পথ হেটে এসে আজকাল আর তাই ভীরুতার বরফ গলীয়ে বাড়াই না পা
এগিয়ে যাই না, ক্ষীণ হয়ে যাওয়া স্বপ্নের নদীতে আর্তনাদের বৈঠা বেয়ে
জীবন গিলেছে আমার সুখের পদ্মা আমি আকণ্ঠ গিলে যাই জীবনের দান ।